font-family: 'Galada', cursive; Skip to main content

Posts

Showing posts from June, 2020

Bjj

ভায়না  বৃষ্টি 
ভায়নার  দিকে ধেঁয়ে আসবে বৃষ্টি

Kinemaster mod apk dowload

How to dowload kinemaster pro mod apk  1.dowload batton clike  2.intalal apk  3.opne apk

আবেগ দিয়ে চেনা! বাংলার মানচিত্রে উজ্জ্বল মা, নেট-কুর্নিশ পাচ্ছে মুখ্যমন্ত্রীর মাস্কও

আবেগ দিয়ে চেনা! বাংলার মানচিত্রে উজ্জ্বল মা, নেট-কুর্নিশ পাচ্ছে মুখ্যমন্ত্রীর মাস্কও Maharshi Basu  | EiSamay.Com  |  Updated: 06 Jun 2020, 05:42:00 PM রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। মাস্ক ব্যবহারেও সেই রাজনৈতিক সচেতনতা চোখে পড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ফটো)       এই সময় ডিজিটাল এক্সক্লিউসিভ করোনার কারণে কিছুটা বাধ্য হয়েই মাস্ক চিনেছি আমরা। সুস্বাস্থ্যের প্রতিশ্রুতির পাশাপাশি মাস্ক ব্যবহারে রয়েছে নিজস্বতাও। নতুন মাত্রা যোগ হয় ব্যক্তিত্বেও। করোনার আবহে মাস্ক-বার্তা রাজনীতির আঙিনাতেও। সংক্রমণের আশঙ্কা রোখার বার্তার পাশাপাশি অধুনা বঙ্গ রাজনীতিতে মাস্ক কার্যত হাতিয়ারেই পরিণত হয়েছে। বেশ বড় আকারের 'পদ্ম' আঁকা মাস্ক পরে প্রায়ই সাংবাদিক বৈঠকে আসেন BJP রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ  ( Dilip Ghosh )। দলের অন্য অনেক নেতাকেই দলীয় প্রতীক ব্যবহার করা মাস্ক পরতে দেখা গেছে। প্রচারের সুযোগ যে হাতছাড়া করা যাবে না, তা মাস্কে অতিবড় 'পদ্ম'তেই স্পষ্ট। তুলনায় ধীরে চলো নীতি শাসকদল তৃণমূল কংগ্রেসের। প্রতীক ব্যবহার করা মাস্ক পরতে দেখা যায়ন