font-family: 'Galada', cursive; Skip to main content

Bjj

একদিনে রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত ৪২৭, মৃতের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই


অন্যদিকে দেশেও একদিনে রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা 

আক্রান্ত  ৯,৮০০-র বেশি মানুষ।

নিজস্ব প্রতিবেদন: ধাপে ধাপে আনলক হচ্ছে লকডাউন পরিস্থিতি তবে। পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণও। ২৪ ঘণ্টায় রাজ্যে নয়া রেকর্ড গড়ল কোভিড-১৯ এর সংক্রমণ। ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৪২৭। মারা গিয়েছেন ১১ জন। এ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৩০৩। বেড়েছে নমুনা টেস্টের হারও। সুস্থতার হার অবশ্য বেশ ভাল। এখনও পর্যন্ত এ রাজ্যের ২,৯১২ কোভিড নাইট্টিনকে হারিয়ে বাড়ি ফিরেছেন। 

আরও পড়ুন: ফের রেকর্ড! রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৩০৩, জেনে নিন আপনার জেলার পরিস্থিতি

অন্যদিকে দেশেও একদিনে রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত  ৯,৮০০-র বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ  ২৬ হাজার ছাড়াল। দেশে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৩৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৩ জনের। একদিনের নিরীখে যা রেকর্ড। বিশ্বে দৈনিক সংক্রমনে ভারত তিন নম্বরে উঠে এসেছে ইতিমধ্যেই। ব্রাজিল,মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই আছে ভারত। তবে সুস্থ  হয়েছেন প্রায় ১ লক্ষ ১০ হাজার মানুষ। 

Comments

Popular posts from this blog